পটুয়াখালীতে ভিজিএফ চাল চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর জৈনকাঠি সরকারী প্রাথমকি বিদ্যালয় থকেে ১৪ বস্তা সরকারি চালসহ আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনকে আটক করছেে পুলিশ।
এব্যাপারে জৈনকাঠি ইউনিয়ন পরষিদরে চেয়ারম্যান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃত আ.লীগ নেতা জসিম উদ্দিনকে পুলিশ জেলহাজতে প্রেরণ করেন।
সদর থানার ওসি মােস্তাফিজুর রহমান জানান, ইউনিয়ন চেয়ারম্যান মােঃ ফিরোজ আলম গতকাল সােমবার ওই স্কুলরে নিচে একটি কক্ষে ভিজিএফ কার্ডধারীদের চাল বিতরেণের জন্য রাখে। স্কুলের দাড়োয়ানের কাছে চাবি রাখেন চেয়ারম্যান। আজ সকালে তালা খুলে দেখেন ১৪ বস্তা চাল কম আছে।ে
এদিকে, স্থানীয় লােকজন স্কুলের দােতলার একটি কক্ষে ১৪বস্তা চাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চাল উদ্ধার করে এবং জসিমকে গ্রেফতার করেন।
নতুনসময়/আল-এম