ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

২ গৃহবধূকে পিটিয়ে হত্যা


১৮ মে ২০১৯ ০২:২৩

সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুই গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সাতক্ষীরা শহরের কামাননগরে গৃহবধূ সুমাইয়া খাতুন (২৩)-কে শুক্রবার সকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সুমাইয়া কামাননগরের সাকিব হোসেনের স্ত্রী।

তার খালা ফাতেমা তুজ জোহরা জানান, স্বামী সাকিব তাকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতো। শুক্রবার ভোরে সেহরি খাবার পর সাকিব তাকে পিটিয়ে তার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুমাইয়ার লাশের ময়না তদন্ত হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বামী সাকিব পলাতক।

এদিকে, তালা উপজেলার চাঁদপুর গ্রামে বিলকিস খাতুন (২২) নামের অপর এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর তার গালে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহতের বাবা একই উপজেলার সেনেরগাঁতি গ্রামের প্রতিবন্ধী শওকত হোসেন অভিযোগ করে বলেন, তার জামাতা কবির শেখ ৭০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার মেয়েকে বৃহস্পতিবার বিকালে মারধর করে। এতে সে মারা যায়। পরে কবির ও তার পরিবারের সদস্যরা তার মুখে কীটনাশক ঢেলে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ময়না তদন্তের জন্য তার লাশ পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে।

নতুনসময়/আইকে