ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

৯ বছরের শিশু ধর্ষণ, ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


১৭ মে ২০১৯ ০৬:৪৭

কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় বৃহস্পতিবার সকালে এক ভ্যান চালকের ঘরে প্রবেশ করে তাঁর ৯ বছরের শিশু সন্তানকে ধর্ষণ করেছে কবির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। ধর্ষণের ৪ ঘন্টার মাথায় স্থানীয় লোকজন ধর্ষক কবিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা মনিপুর আন্দিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রায় দশ বছর ধরে ভাড়ায় থাকতেন রংপুরের ভ্যান চালক হামিদ মিয়া। হামিদ মিয়ার স্ত্রী অন্যত্র থাকায় সে শিশু সন্তানদের নিয়ে থাকতো, প্রতিদিনের মতো হামিদ মিয়া সকালে ভ্যান নিয়ে বেড়িয়ে যায়। বাড়িতে তাঁর নয় বছরের কন্যা শিশুসহ আরও দুই শিশু ছিল।

এ সুযোগে সকাল ১০ টায় পাশ্ববর্তী বাড়ির মৃত মোঃ আবদুল আজিজের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির হোসেন (৩৭), ভ্যান চালকের ঘরে প্রবেশ করে তাঁর ৯ বছরের শিশু সন্তানকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে কবির হোসেন পালিয়ে গেলে শিশুটি ঘরের বাহিরে এসে চিৎকার করে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন ধর্ষক কবির হোসেনকে খুজতে থাকে। দুপুর ২টায় স্থানীয় লোকজন ধর্ষক কবিরের বাড়ির পাশ থেকে তাকে আটক করে গণধোলাই দেয়।

খবর পেয়ে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক কবিরকে গ্রেফতার করে। এ ঘটনায় কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ঘটনাস্থল পরিদর্শন করনে। শিশুটির পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করছে।

এ বিষয় বুড়িচং থানার অফিস ইনচার্জ আনোয়ারুল হক জানান, ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে, ডাক্তারী পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, ধর্ষক পুলিশ হেফাজতে আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নতুনসময়/আইকে