উত্তরায় বুথে বোমা নয়, ওষুধের বাক্সে লাগানো ছিল টাইমার

ঢাকার উত্তরায় মধ্য রাতে বুথের ভেতর পাতা আছে বোমা, টাইম বোমা। ঘড়ি লাগানো তাতে। আকারে বেশ বড়। নিস্ক্রিয় করার আগে কোনোভাবেই যেনো বোমাটি বিস্ফোরিত না হয়, সে নিয়ে লক্ষ্য নিয়ে পুলিশের চৌকষ দলটি এগিয়ে যায়।
ইতোমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তার একপাশে পুলিশের ব্যারিকেড। যান চলাচল তখন বন্ধ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উত্তরার রাজউক কলেজের সামনে ছিলো এমন শ্বাসরুদ্ধকর পরিবেশ। কলেজের পাশের এটিএম বুথে বোমা থাকার সংবাদে পুলিশের রাতের ঘুম হারাম হয়ে যায়। তাদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।
রাত ২টায় পুলিশ খবর পায় বুথের ভিতর বোমা পাতা আছে। উত্তরা থানা পুলিশ বুথ ঘিরে রাখে। সংবাদ পেয়ে ছুটে আসে বোম্ব ডিসপোজাল ইউনিট। তারা ঘণ্টাখানেক নানা প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেন। কিন্তু বোমার কোনো সংকেতই তারা পাচ্ছিলেন না। অবশেষে তারা ধীরগতিতে এগিয়ে বুথের ভিতর ঢুকে পড়েন। কিন্তু বোমাটি তাদের চোখে পড়ার পরই সন্দেহ হয় তাদের। টাইমারটি যেভাবে লাগানো ছিল, তা দেখেই তারা নিশ্চিত হন, এটি বোমা নয়। টাইমার একটি ওষুধের বাক্সে লাগানো ছিল। হয়রানি করতেই কেউ এটি ফেলে রেখে যায় বলে পুলিশের সন্দেহ।
রাত সাড়ে ৩টায় পুলিশের এই অভিযান শেষ হয়। স্বস্তি ফিরে সবখানে।
(নতুনসময়-আলএম)