ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

শ্বশুরবাড়ি বেড়াতে এসে জীবন দিল জামাই


২২ এপ্রিল ২০১৯ ০৩:০০

ফরিদপুরের বোয়ালমারী শ্বশুরবাড়ি বেড়াতে এসে জীবন দিতে হলো সেকেন্দারকে (৪০)। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।

জামালপুর জেলার বকশিগঞ্জের ভাটিকেলোকি হারা গ্রামের তাজমহল শেখের ছেলে সেকেন্দার ৭ বছর আগে বিয়ে করে বোয়ালমারীর হাসামদিয়া গ্রামের মৃত জালাল মোল্যার মেয়ে রেখা বেগমকে।

১৫ দিন আগে সেকেন্দার শ্বশুর বাড়ি বেড়াতে আসে। আজ রবিবার দুপুর ১টার দিকে রেখার দুই ভাই জাকির মোল্যা (৪০) ও রবিউল মোল্যা (৩০) পারিবারিক বিষয় নিয়ে মারামারি শুরু করলে সেকেন্দার ঠেকাতে যায়। ঠেকানোর সময় বাঁশের লাঠির বাড়িতে আহত হয় সে। তাকে তাৎক্ষণিক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সমিত্র সরকার তাকে মৃত ঘোষণা করেন।
ডা. সমিত্র সরকার বলেন, হাসপাতালে আনার আগেই সেকেন্দারের মৃত্যু হয়।

থানার ওসি তদন্ত মো. সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।

নতুনসময়/এনএইচ