ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

রাজধানীর মোহাম্মদপুর থেকে ৫ প্রতারক আটক


২১ এপ্রিল ২০১৯ ০৫:১৪

প্রতিকী ছবি

সশস্ত্র বাহিনীতে চাকুরির প্রলোভন ও ভুয়া নিয়োগ পত্র দিয়ে প্রতারণার অভিযোগে ৫ প্রতারক কে গ্রেপ্তার করেছে র‌্যাব ২। এ সময় তাদের নিকট থেকে ৫ কোটি টাকার ৮২টি চেকও উদ্ধার করা হয়। শনিবার তাদেরকে আটক

র‌্যাব সদর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সংঘবদ্ধ প্রতারকচক্র সশস্ত্র বাহিনীতে চাকুরি দেয়ার নাম করে প্রতারনা করছে একটি চক্র। প্রাপ্ত খবরের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে শনিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানায় র‌্যাব।