দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর আসার মুহুর্তে বিদেশি পিস্তলসহ একজন আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসার সময় গুলিস্থান জিরো পয়েন্ট থেকে বিদেশি পিস্তল, গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়োজিত বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আটক করে পল্টন থানা পুলিশে হস্তান্তর করেছে। আটককৃত ব্যক্তির নাম এম এ মান্নান। তার নিকট থেকে ৮ রাউন্ড গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে আসেন। তার আসার মুহুর্তে জিরো পয়েন্টে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়োজিত গোয়েন্দা সংস্থার সদস্যরা মান্নানকে সন্দেহ করে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে তার নিকট থেকে ৮ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল পাওয়া যায়।
এ ঘটনায় এম মান্নানকে আটক করে পল্টন থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বিষিয়টি নিশ্চিত করেছেন।