ভূয়া প্রশ্নফাঁস ও ফলাফল পরিবর্তনকারি প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ভূয়া প্রশ্নফাঁস করা ও ফলাফল পরিবর্তনকারি প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিম শনিবার রাত ৮টার দিকে হাজারীবাগ থানা এলাকা হতে এইচএসসি পরীক্ষার একাধিক ছাত্র/ছাত্রীর গ্রেড সিট ও ডকুমেন্টসহ হাজারীবাগ এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো ইমরান খসরু (২৪), আহ্সান হাবীব (২৪) এবং ইমরান হোসেন রাকিব (২৪)।
সূত্র জানায়, আটককৃতদের মোবাইল ডিভাইস ও ফেসবুক পর্যালোচনা করে জানা যায় বিভিন্ন ফেক ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি/দাখিল/এইচএসসি পরীক্ষার্থীদেরকে ভুয়া প্রশ্নসরবরাহ, ফেল সাবজেক্ট সমূহে পাস করিয়ে দিবে এ+/গোল্ডেন এ পাইয়ে দিবে মর্মে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে প্রতারনার করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।
এই ঘটনায় হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৩(২)/২৪(২)/৩৫(২) ধারা এবং পাবলিক পরীক্ষা(অপরাধ)আইন, ১৯৮০ এর ৬ ধারায় মামলা নং- ১৪ তারিখঃ ০৬/০৪/২০১৯ খ্রিঃ নিয়মিত মামলা দায়ের করা হয়।
রোবাবর তাদের আদালতে রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।