রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬ টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে নিশ্চিত করা হয়।
এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।