ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় চার তদন্ত কমিটি


২৯ মার্চ ২০১৯ ২৩:১৩

ফাইল ছবি

রাজধানীর বনানীতে ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় চারটি তদন্ত কমিটি গঠন করেছে সরকারের বিভিন্ন দফতর।

বৃহস্পতিবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানান।

ত্রাণ সচিব শাহ কামাল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফয়জুর রহমানকে আহ্বাবায়ক করে গঠিত এই কমিটিকে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই ভবনের নকশা অনুমোদন এবং নির্মাণ কাজে ত্রুটি-বিচ্যুতি ছিল কি না- তা তদন্তে ছয় সদেস্যর আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

পূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইয়াকুব আলী পাটওয়ারীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং সার্বিক বিষয় তদন্ত করে সুপারিশ দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ ছয় সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে।

অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে ৭ দিনের মধ্যে মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পাঁচ সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।