ঢাকা সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২

রাজধানীতে দেবরের হাতে ভাবী খুন


১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৫

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ টি আই সি কলোনিতে দেবরের হাতে ভাবী শারমিন আক্তার (৩৫) খুনের ঘটনা ঘটেছে। সোমবার (১১ফেব্রুয়ারী) ৯৭ টি আই সি কলোনিতে নিজ বাসায় বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে। এসময় ঘাতকের মা ও নিহত শারমিনরে শাশুড়ী হামিদা বেগমও আহত হয়েছেন।

প্রতিবেশি তরিকুল ইসলাম জানান,শফিকুল তার মায়ের সাথে টাকা-পয়সা,জমিজমা নিয়ে ঝগড়ার একপর্যায়ে মাকে ছুরিকাঘাত করায় ভাবি চিৎকার করে ঠেকাতে আসলে তাকেও ছুরিকাঘাত করে। নিহতের স্বামীর নাম রফিকুল ইসলাম বিপ্লব।

দেবর শফিকুল ইসলাম (২৭)এর ছুরিকাঘাতের পর ভাবি শারমিন আক্তার(৩৫) কে আহত অবস্থায় টঙ্গী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করে। তবে মা হামিদা বেগম চিকিৎসাধীন রয়েছেন।