ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

নারীর সর্বনাশ করাই সুমনের নেশা !


২ অক্টোবর ২০২৪ ২২:২৬

সংগৃহিত

নানা অজুহাতে নারীর পরিচয় হয়ে নারীর সর্বনাশ করার তার নেশা। বিয়ে বা বিয়ের প্রলোভনে শারিরিক সম্পর্ক করে প্রতারণা করা। এমনকি টাকা পয়সা হাতিয়ে নিয়ে নিরুদ্দেশ হওয়া। সবকিছু তার কাছে খেলনা।

রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় থাকা বরগুনা বেতাগী এলাকার সুমন মিয়ার কুকীর্তি এখন স্থানীয় লোকজনের মুখে মুখে। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার শত শত নারীর জীবন নষ্ট করে লম্পট সুমন ধরাছোঁয়ার বাইরে থেকে একের পর এক কুকর্ম করে যাচ্ছে।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, বহুরুপি প্রতারক সুমন নানা কৌশলে নারীর সাথে পরিচয় হয়। এরপর সে জ¦ীন বা অধ্যাত্নিক কিছু জানে বলে সেই নারীর অতিত ও ভবিষ্যত নিয়ে নানা ধরনের মন্তব্য করে তার প্রতি দূর্বল করে ফেলে। এক পর্যায়ে ওই নারীর সাথে শারিরিক সম্পর্ক করে। এমনকি তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নিতে থাকে। অবস্থা বেগতিক হলে এক পর্যায়ে বিয়েও করে। এভাবে কিছুদিন যাওয়ার পর সেখান থেকে কৌশলে পালিয়ে আসে। এভাবে সে গত কয়েক বছর মেরাদিয়া এলাকা বসবাস করে শতাধিক নারীর সাথে সম্পর্ক করে প্রতারণা করে আসছে।

তারা বলছেন, বিবাহিত কিংবা অবিবাহিত সকল নারীকেই সে টার্গেট করে। এরপর তার উদ্দেশ্য সফল করে আরেক নারীকে টার্গেট করে। এভাবেই তার কুকর্ম অব্যাহত রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বরগুনার বেতাগী উপজেলার পূর্ব সরিষামুড়ি খলিলুর রহমানের পুত্র সুমন মিয়া রাজধানীর মিরপুর, বাড্ডা, যাত্রাবাড়ী, টঙ্গি, গাজীপুর এলাকায় তার প্রতারনার জাল বিছিয়েছেন। এসব এলাকাতে শত শত নারীর সাথে প্রতারণা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী নারী বলেন, সে বিভিন্ন এলাকায় গিয়ে বাসা বাড়িতে নারীর সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন। জ¦ীনের দ্বারা অতিত, ভবিষ্যত ও বর্তমান নিয়ে নানা ধরনের কথা বলে টার্গেটকৃত নারীকে তার প্রতি দূর্বল করে ফেলে । এরপর তার সর্বনাশ করে।

তিনি বলেন, তার সঙ্গেও এমন কিছু ঘটেছে। পরবর্তীতে বুঝতে পারার সে কৌশলে পালিয়ে যায়।

তিনি বলেন, এখন তার বিরুদ্ধে মামলা করবেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছেন কমপক্ষে ১শ’ এর অধিক নারীর সঙ্গে এভাবে প্রতারনা করেছে।
তিনি বলেন, আর কোন নারীর জীবন যেন সে আর নষ্ট করতে না পারে এজন্য তিনি আইনের আশ্রয় নেবেন।

স্থানীয় লোকজন বলছেন, সুমনের প্রতারনা দিন দিন বেড়ে চলেছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন তার সম্পর্কে বিচার নিয়ে আসে। কখনও সে এলাকায় থাকে আবার কখনো সে এলাকায় থাকেনা।

তাকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর।