ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

ফের ৪ দিনের রিমান্ডে আব্দুল্লাহিল কাফি


১২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪২

ফাইল ফটো

সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফির নতুন করে আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাভার থানার একটি হত্যা মামলায় আজ বৃহস্পতিবার আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

 

বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিনের আদালত শুনানি শেষে তাঁর এ রিমান্ড মঞ্জুর করেন।

 

 

এর আগে গত বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান হাজারীবাগের একটি অপহরণের মামলায় তাঁর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

 

গত সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ কাফিকে আটক করে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাঁকে (আব্দুল্লাহিল কাফি) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্রজনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত।’