ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার


১১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫০

সংগৃহিত

সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া'কে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে।

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের ৩৩তম কমিশনার। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আছাদুজ্জামান মিয়া ১৯৬০ সালের ১৪ আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে স্নাতকোত্তর সম্পন্নের পর তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।