ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ জন গ্রেফতার


১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৩

ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক হাসিনা সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন

মো. মেহেদী হাসান চৌধুরী হচ্ছেন রাজধানী ঢাকার আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি।

আটক ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জের সৌমিত্র সরকার ও গাজীপুরের রিয়াজ মাহমুদ আয়নাল রয়েছেন। অপর দু’জনের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে প্রাইভেট কারের চালকও রয়েছেন।

 

পুলিশ জানায়, স্থলপথে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য মানব পাচার চক্রের স্থানীয় এজেন্ট আকরামের সঙ্গে যোগাযোগ করে গাজীপুরের রিয়াজ মাহমুদ আয়নাল। তারা একটি প্রাইভেট কার ভাড়া করেন এবং মহেশপুর সীমান্তে যাওয়ার জন্য ঝিনাইদহের উদ্দেশে রওনা করেন। এ খবর জানাজানি হওয়ার পর বেলা দেড়টার দিকে ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে জেলা শহরের প্রধান বাসস্ট্যান্ডে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমানসহ পুলিশ সদস্যরা প্রাইভেটকারটি শনাক্ত করেন এবং তাদের থানায় নিয়ে আসা হয়।

এই মুহূর্তে গ্রেফতার অতিরিক্ত সাবেক অ্যাটর্নি জেনারেলসহ সবাইকে ঝিনাইদহ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।