ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

দেবরের ঘরে মিলল ভাবির মরদেহ, যা ছিল নেপথ্যে


৩১ জুলাই ২০২৪ ১৪:০৩

ফাইল ফটো

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেবরের ঘরের বারান্দা থেকে হালিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের দাবি, তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চিরিঙ্গিবাইদ গ্রামে ঘটনা ঘটে। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হালিমা বেগমের স্বামীর নাম ছানোয়ার হোসেন। মঙ্গলবার সকালে হালিমার মরদেহ তার দেবর রানা মিয়ার বারান্দায় ঝুলে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

 

দেবর রানা মিয়া বলেন, আমাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না।

 

ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে মৃত্যুর কারণ।