ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

উল্টোপথে মোটরসাইকেল, মুহূর্তেই নিথর দুই বন্ধুর


৩০ জুলাই ২০২৪ ১২:১৭

ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার শামিম কাজীর ছেলে মো. সিয়াম কাজী (১৮) ও তার বন্ধু সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রুবেল হোসেন (১৭)। 

 

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মোটকসাইকেলে মৌচাক যাচ্ছিলেন সিয়াম ও তার বন্ধু রুবেল। এ সময় পথে তেলিরচালা জেনারেল ফার্মাসিউটিক্যাল কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, উল্টোপথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ বাড়িতে নিয়ে যান নিহতদের স্বজনরা।