ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


৩০ জুলাই ২০২৪ ১১:৪৯

ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে কামাল আহমেদ (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯ টার দিকে মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, সোমবার রাত ৯টার দিকে কাঁটাসুর এলাকায় দুর্বৃত্তরা কামাল আহমেদ নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও প্রচার বিষয়ক সম্পাদক ছিলেন।

 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’