ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২

সাংবাদিক সুমন হত্যাচেষ্টা মামলায় ৪ আসামি গ্রেফতার


৯ ফেব্রুয়ারি ২০২০ ০১:২০

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে আগামীনিউজ ডটকমের অপরাধ বিষয়ক প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর নৃশংস হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায় চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ৪ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

গ্রেফতারকৃতরা হলেন- আলাউদ্দিন (২৬), মাসুদ (২০), মো. রাসেল মিয়া (৩৫) ও অপু (২৪)।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, গত কয়েকদিনের প্রচেষ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও ১১ জনকে শনাক্ত করা হয়েছে। যেকোনও সময় তাদেরকেও গ্রেফতার করা হবে।