সহকর্মীকে ধর্ষণের অভিযোগে কোচিং মালিক গ্রেপ্তার

বগুড়ায় সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক কোচিং সেন্টারের মালিক।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্নিগ্ধা আবাসিক এলাকার ক্রিয়েশন হোমস কোচিং সেন্টারের মালিক আলী আহসান ডিউককে গ্রেপ্তার সদর থানা পুলিশ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, ক্রিয়েশন হোমস কোচিং সেন্টারে কর্মরত ওই নারী অভিযোগ করেন, ২০১৭ সালে সেখানে যোগদানের পর থেকেই বিয়ের কথা বলে কোচিং সেন্টারের মালিক আলী আহসান ডিউক তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সর্বশেষ গেল ৩১ আগস্ট আবারো ধর্ষণ করলে তিনি বিয়ের জন্য চাপ দেন। ডিউক তাতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে ওই নারী মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, ওই নারী কোচিং সেন্টারের মালিক আলী আহসান ডিউকের বিরুদ্ধে মামলা করার পরেই তাকে গ্রেপ্তার করার হয়েছে।
নতুনসময়/আইকে