ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২

নিজ ঘরেই মুখ-হাত বেঁধে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ


১১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৪

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ঘরে ঢুকে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত ধর্ষক ছানোয়ারকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার লাউহাটি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার ওই ছাত্রী লাউহাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত।


বুধবার দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
মেয়েটির বাবা ভ্যান চালায়, মা বিদেশ থাকেন। সোমবার রাতে পাশের বাড়ির আব্দুল বারেকের বখাটে ছেলে ছানোয়ার মেয়েটিকে ঘরে একা পেয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় বাইরে আরও তিন-চার যুবকের উপস্থিতি শুনতে পায় সে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ছানোয়ারের বিরুদ্ধে ওই স্কুলছাত্রীর বাবা দেলদুয়ার থানায় ধর্ষণের অভিযোগ করেন। এরপর রাতেই তাকে (ছানোয়ার) গ্রেফতার করা হয়। আজ (বুধবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

নতুনসময়/আইকে