ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২

নেশার টাকা না পেয়ে নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা


১০ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১

নেশার টাকা না পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলায় কুড়ালের আঘাতে নানিকে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে।

রোববার রাতে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ওয়াজেদা বেগম (৫৫)।তিনি ওই গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী। অভিযুক্ত খুনি সিয়াম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সিয়াম প্রায়ই নেশা করার জন্য তার নানির কাছে টাকা চাইত। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। রোববার রাতে সিয়াম তার নানিকে নেশার টাকার জন্য চাপ দেয়। এসময় নানি টাকা দিতে অস্বীকার করায় সিয়াম তাকে কুড়াল দিয়ে এলোপাথাড়ি মাথায় আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা ওয়াজেদাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মাথা, গাল ও কানে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে সিয়ামকে আটক করে।

নতুনসময়/আইকে