ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৫

রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পরিচয় দেয়া ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব-১।
সাম্প্রতিক সময়ে অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি, অপহরণ, ছিনতাই, হত্য-খুনসহ নানা অপরাধ সংঘটিত করছে। এই অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা নিজেদেরকে ডিবি সদস্য হিসেবে উপস্থাপন করতে ডিবি পুলিশ লেখা বোর্ড, সিগন্যাল লাইট ও অস্ত্র বহন করে থাকে। র্যাব বিষয়টির উপর গুরুত্বারোপ করে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট ৩ টায় র্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ঢাকার উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর এলাকাস্থ টঙ্গী ব্রিজ এর দক্ষিণে মাধু মেম্বারের ঘাটের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ডাকাত দলের সক্রিয় সদস্য ১) মোঃ মেহেদী হাসান (২৮), পিতা-মোঃ আব্দুল হালিম, মাতা-মর্জিনা বেগম, সাং-মেড্ডা, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা- আব্দুল্লাহ্পুর, পেপার মিল রোড, সড়ক ও জনপথ স্টাফ কোয়ার্টার, থানা-উত্তরা পূর্ব, ডিএমপি, ঢাকা, ২) মোঃ সুমন হোসেন (১৯), পিতা-মৃত আলমগীর হোসেন,মাতা-সেফালী বেগম, সাং-মইনপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা-উত্তরা ০৯ নং সেক্টর, রোড নং ০৬, কুতুব সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা-উত্তরা পশ্চিম, ডিএমপি, ঢাকা, ৩) মোঃ লিটন (১৯), পিতা-মৃত ছাবির আলী, মাতা-মৃত মেহেরম্নন নিসা, সাং-চিনের চর নামা পাড়া, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, বর্তমান ঠিকানা-হাজি মাজার বস্তি, থানা-টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুর, ৪) মোঃ শাওন (২৫), পিতা-মোঃ সালাউদ্দিন, মাতা-মৃত আকলিমা বেগম, সাং-রুপার পাড়া, থানা ও জেলা-শেরপুর, বর্তমান ঠিকানা-উত্তরা ০৮ নং সেক্টর, কোট বাড়ি রেল লাইন সংলগ্ন আল আমিনের বাড়ির ভাড়াটিয়া, থানা-উত্তরা পূর্ব, ডিএমপি, ঢাকা, ও ৫) মোঃ সাগর আহমেদ রবিন (৩৫), পিতা-মোঃ হারুন অর রশিদ, মাতা-রহিমা বেগম, সাং-নারায়নপুর, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-ফায়দাবাদ চুয়ারির চেক, থানা-দক্ষিণখান, ডিএমপি, ঢাকা’দেরকে গ্রেফতার করে। এসময় আসামীদের নিকট হতে ১ টি ডিবি পুলিশ লেখা বোর্ড , ২ টি ছুরি, ২ টি সিগন্যাল লাইট, ১টি হকিস্টিক ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।