ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২

ধামরাইয়ে স্বামীর লিঙ্গ কাটলো স্ত্রী


২৫ জুলাই ২০১৯ ০২:৩৯

ধামরাইয়ের কংসপট্টি এলাকায় স্ত্রীর মোবাইল দিয়ে কথা বলে টাকা খরচ করার অপরাধে স্বামীর লিঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ধামরাই পরে ঢাকা মেডিকেলে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।

জানা গেছে, উপজেলার সোমভাগ ইউনিয়নের কংসপট্টি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী (২৮) প্রায় ৪-৫ বছর আগে ভালোবেসে বিয়ে করেন একই এলাকার দুলাল মিয়া ওরফে আইচান ব্যাপারির মেয়ে মঞ্জু আক্তার পারভিনকে (২৩) কে। বিয়ের পর থেকেই তাদের মাঝে ঝগড়া লেগেই থাকতো।

গত সোমবার স্ত্রীর মোবাইল নিয়ে অন্য কারো সঙ্গে কথা বলে ব্যালেন্স শেষ করে ফেলেন ইউসুফ। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ক্ষীপ্ত হয়ে স্ত্রী পারভিন আক্তার একটি ছুরি দিয়ে স্বামীর লিঙ্গে পোচ দেন।

এতে লিঙ্গের এক তৃতীয়াংশ কেটে যায়।

এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে যায় ইউসুফকে। পরে চিকিৎসকের পরামর্শে সাভার নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ইউসুফকে চিকিৎসা দেয়া হয়।