ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে পাঁচ দিন ধরে ধর্ষণ


৩ জুলাই ২০১৯ ০৬:২৬

ঢাকার ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে একাধিকবার ধর্ষণ করার আভিযোগে শাহাবুদ্দিন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা।

এর আগে, গত ২৬ তারিখে মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় ধামরাই থানায় একটি অভিযোগ করে। আভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল সোমবার গভীর রাতে ফরিদপুর বোয়ালমারী থানার চান্দিনা এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়।

আটক শাহাবুদ্দিন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আতিয়ার মোল্লার ছেলে। শাহাবুদ্দিন ধামরাই রাজমিস্ত্রির কাজ করতো।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানায়, ভুক্তভোগী কিশোরী গত রবিবার (২৬ জুন) অপহরণ হয় পরে মেয়ের মা ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গত পাঁচ দিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। অবশেষে গত কাল সোমবার (১ জুলাই) গভীর রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়। সেই সাথে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক চন্দ্র সাহা বলেন, উদ্ধারের পর মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয় এবং আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।