ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নারায়ণগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩


১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২০

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- টেকনাফের দেলপাড়া এলাকার হাসান আলীর ছেলে রহিম উল্লা (২৫), চট্টগ্রামের বহদ্দার হাট এলাকার ইউনুছের ছেলে সোহেল (২২) এবং ঢাকার নবাবপুর এলাকার মৃত আজম শেখের ছেলে আরব শাহ (৩৮)।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় টেকনাফ থেকে লবণ নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় মোল্লা সল্ট কারখানার উদ্দেশ্যে আসেন তারা। গ্রেপ্তাররা লবণের সঙ্গে এই ইয়াবার চালানও নিয়ে আসে। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের জিসান পেট্রোল পাম্পের সামনে ইয়াবার এই চালান ডেলিভারি দেয়ার কথা ছিল।

ইয়াবাগুলো আরব শাহ ও কায়সার নামে দুই ব্যক্তির হাতে দেয়ার সময় পুলিশ তাদের সন্দেহ করে। এ সময় কায়সার পালিয়ে যায়। পরে পুলিশ ২০ হাজার ইয়াবাসহ ট্রাকচালক রহিম উল্লা, হেলপার সোহেল এবং ইয়াবা নিতে আসা আরব শাহকে আটক করে।

আইএমটি