ঢাকা মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২


মোহনপুরে কৃষি সচিবের সঙ্গে কৃষকদের মত বিনিময় সভা


২৯ আগস্ট ২০২৫ ১৯:২৮

সংগৃহিত

রাজশাহীর মোহনপুরে( ২৯ আগস্ট) শুক্রবার বিকাল তিনটার সময়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহনপুর রাজশাহীর বাস্তবায়নে। খাড়ইল পত্রপুর বিলে কৃষি সচিব রুপা আমন ধানের মাঠ পরিদর্শন করেন। এর পরে খাড়ইল প্রত্রপুর মাঠে খামারি অ্যাপসের সুপারিশ অনুযায়ী। রুপা আমন ধানে সার প্রয়োগ শীর্ষক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকার মহাপরিচাল সাইফুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা, মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনরাজশাহী, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, পবা উপজেলা কৃষি কর্মকর্তা এম এ আব্দুল মান্নান, কৃষক কৃষানী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।