ঢাকা মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২


শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য আর্থিক সহায়তা যাচাই-বাছাই শুরু


২৯ জুলাই ২০২৫ ১৯:২৯

সংগৃহিত

শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে আবেদনকারীদের জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে অর্থ সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। আজকের যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, সমাজসেবা কর্মকর্তা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

আবেদন যাচাইয়ের পর প্রস্তাবিত সহায়তা হিসাবে প্রত্যেক আহত/নিহত ব্যক্তির পরিবারকে সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যাচাই শেষে অনুমোদিত তালিকা জেলা প্রশাসনের মাধ্যমে অনুমোদনের জন্য পাঠানো হবে।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “দুর্ঘটনায় আহত বা প্রিয়জন হারানো পরিবারগুলো খুব কষ্টের মধ্যে আছে। এই আর্থিক সহায়তা তাদের কিছুটা হলেও সান্ত্বনা ও সহায়তা দেবে বলে আমরা আশাবাদী।”

এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার দাবি জানান।