ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


বন্যার্তদের পাশে দাঁড়াতে শেরপুরে কালেকশন বুথ


২৪ আগস্ট ২০২৪ ১৬:৪৩

সংগৃহিত

ভারতের আগ্রাসনের ফলে বন্যা কবলিত মানুষের পাশে দাড়নোর জন্য শেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিমের মাধ্যমে ত্রান গ্রহনের লক্ষে শেরপুর সরকারি কলেজ গেটে ও থানা মোড়ে ত্রান কালেকশন বুথ স্থাপন করা হয়েছে।

উক্ত ত্রান কালেকশন বুথে সকল শ্রেণি পেশার মানুষ সাধ্য অনুযায়ী নগদ টাকা ছাড়াও শুকনো খাবার বাচ্চা ও মহিলাদের জামা কাপর শিশু খাদ্য ঔষধ পত্র সহ অনান্য ত্রান সমগ্রী কালেকশন বুথে পৌঁছে দিয়ে যাচ্ছেন। এসময় শেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিমের সদস্য তৌহিদ,জিতু,রিদম,সহ টিমের অনান্য সদস্যগণ শেরপুর জেলা বাসীকে বন্যা কবলিত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহবান জানান।