ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


রাজশাহীতে আটক ২


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৭

রাজশাহীতে বোমা ও বিপুল পরিমাণ জিহাদী বইসহ দুই ছাত্রশিবির নেতাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগরের সাধুর মোড়ের অর্কিড ছাত্রবাসে তিনটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ নগর শিবিরের আহ্বায়ক ইসমাঈল হোসেন সিরাজীকে (২০) আটক করা হয়। অপরদিকে ডাঁশমারি এলাকায় বিপুল পরিমাণ জিহাদী বইসহ শাকিব হোসেন রাজিব (২৩) নামে শিবির নেতাকে আটক করা হয়।

সোমবার (০৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ পৃথক অভিযান চালায়ি তাদের আটক করে। আটক ইসমাঈল হোসেন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আহ্বায়ক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

শিবির নেতা শাকিব হোসেন রাজিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হল শিবিরের সভাপতি।

মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইএমটি