ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


কালীগঞ্জে শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও কেক কেটেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।
 
আলোচনা পূর্বে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 
এরপর দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
 
সেখানে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন, কাউন্সিলর মার্জেদ আলী, রেজাউল করিম রেজা, ছাত্র লীগ সাধারণ সম্পাদক কাজী রিপন, স্বেচ্ছাসেবক লীগের য্গ্মু আহবায়ক সায়েদ কবির লিমন প্রমুখ।