ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


কে রাখে কার খোঁজ! 


২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৮:২৮

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী পুরাতন খেয়াঘাটে এক অজ্ঞাত পরিচয় অপ্রকৃতিস্থ নারীর জীবন সংকটে রয়েছে। 
 
স্থানীয়রা জানায়, সপ্তাহ আগে দুজন লোক ওই নারীকে পয়ারী খেয়াঘাটে ফেলে রেখে চলে গেছে। তারপর থেকে ওই নারী খেয়াঘাটেই অবস্থান করছেন।  অসুস্থ, অপ্রকৃতিস্থ ও চলাচলে অক্ষম ওই নারী তার বাড়ি ঠিকানা বা নাম কিছুই বলতে পারেন না।
 
এর মাঝে বৃষ্টির সময় কিছু যুবক পাটকাঠি ও পলিথিন দিয়ে ঘর তৈরী করে দেয়াতে বৃষ্টি থেকে কিছুটা রক্ষা পেয়েছে ওই নারী। বিভিন্ন লোকের দেয়া খাবার খেয়ে বর্তমানে দিন চলছে তার।
 
স্থানীয়দের থেকে আরো জানা যায়, অবস্থা এখন এমন দাড়িয়েছে যে, বতর্মানে দায়িত্ব এড়াতে নদীর এ পারের লোক ওপার রেখে আসছে, আর ওপারের লোক এ পাড়ে।
 
উক্ত বিষয়টি এলাকায় জানাজানি হবার পরেও প্রশাসনের দ্বায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে অসুস্থ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন অজ্ঞাত পরিচয় অপ্রকৃতিস্থ ওই নারী। তাই স্থানীয় ও পথচারীরা দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
 
একেএ