ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ঐক্যফ্রন্টে অনৈক্য, বৈঠকে নেই মান্না


১১ জুন ২০১৯ ০৫:০২

নিজেদের মধ্যে অসন্তোষ ও অনৈক্য দূর করতে এবং জোটের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। তবে, এই বৈঠকে অংশ নেননি জোটের অন্যতম শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সোমবার বিকেল সাড়ে ৪ টায় জোটের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এই বৈঠক শুরু হয়েছে।

জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এই বৈঠকে নির্বাচন-পরবর্তী সময়ে কোনো কর্মসূচি না থাকা, বিএনপি ও গণফোরাম থেকে নির্বাচিত এমপিদের সংসদে যোগদান, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ এবং জোটের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতির ফ্রন্ট ছাড়ার আলটিমেটামসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মূলত জোটের শরিকদের মধ্যে নানা ইস্যুতে সৃষ্ট সংকট, দূরত্ব ও ভুল-বোঝাবুঝি দূর করার উদ্যোগ হিসেবেই এই বৈঠকের আয়োজন।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ীর কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম প্রমুখ।


নতুনসময়/এনএইচ