ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


পাটকল শ্রমিকদের উসকানি: রিজভীর ফোনালাপ ফাসঁ


২২ মে ২০১৯ ০৫:৫৬

ফাইল ছবি

খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলনকে আরো উসকানি দিতে স্থানীয় বিএনপি এক নেতাকে নির্দেশ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী।

ফাঁস হওয়া ফোনালাপে এসব তথ্য বেড়িয়ে এসেছে। এ সময় স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুকে তিন লাখ টাকা খরচ করে শ্রমিকদের উসকানি দেয়ার নির্দেশ দেন রিজভী।  

নজরুল ইসলাম মঞ্জু: ফোন দিয়েছিলেন ?

রুহুল কবির রিজভী: হ্যা।

নজরুল ইসলাম মঞ্জু: খালিশপুরে আমাদের বিএনপি অফিসে বসে তিনটি স্পট খালিশপুর, খানজাহান আলী থানার দুটি মিল এবং নওয়াপাড়ার দুইটি মিল এখানকার মোট পাঁচটি মিলকে ভাগ করে ৯০ হাজার, ৩০ হাজার এবং ৯৫ হাজার করে মোট তিন লাখ টাকা মিটিং করে দিয়ে আসছি।

রুহুল কবির রিজভী: আচ্ছা ঠিক আছে।

নজরুল ইসলাম মঞ্জু: কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে যে মঞ্চ আছে সেটা আওয়ামী লীগের। ওখানে শ্রমিক লীগ লেখা আছে। যার কারণে আমরা মঞ্চের দিকে যাই নাই। দূর থেকে কাজ করি আর আলাদা প্রোগ্রাম করি মূল শহরে।

রুহুল কবির রিজভী: সেভাইবেই তো করবেন।

নজরুল ইসলাম মঞ্জু: মঞ্চের ওইখানে এলাউ করে না, গেলে বাজে পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নতুনসময়/আল-এম,

রুহুল কবির রিজভী: আপনারা একটা কন্ট্রিবিউট করেছেন দ্যাটস এনাফ।

নজরুল ইসলাম মঞ্জু: সেটাই প্রচার করছি আমরা, সেভাবেই জানছে।

রুহুল কবির রিজভী: আপনার সাথে কাল অমিত আর জয়ন্ত থাকবে। আপনি যেখানে যাবেন ওরা সঙ্গে থাকবে। সব বলে দিবেন আপনি।

নজরুল ইসলাম মঞ্জু: আচ্ছা ঠিক আছে।