ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


পার্থকে ছাড়াই বৈঠকে বসেছে ২০ দলীয় জোট


১৪ মে ২০১৯ ০৬:৪৬

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর বিজেপিকে ছাড়াই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন। সোমবার বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

সম্প্রতি আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এই জোট থেকে বের হওয়ার ঘোষণা দেয়। পার্থকেও আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি আজকের বৈঠকে যোগ দেননি।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার,বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ উপস্থিত রয়েছেন।

এছাড়াও খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রাকিব, পিপলস পার্টির সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন।


সর্বশেষ গেলো ১১ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল আজকে তৃতীয়বারের মতো বৈঠকে বসছে ২০ দল।

নতুনসময়/আইকে