নির্বাচনকালীন টেকনোক্র্যাট কেউ থাকবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার অক্টোবরের মাঝামাঝি গঠন করা হবে। গতবারের মতো হবে মন্ত্রীসভার, টেকনোক্র্যাট কেউ থাকবে না। মন্ত্রিসভার আকার হবে ছোট।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, জাতীয় পার্টির পক্ষ থেকে মন্ত্রিসভায় ২জনকে রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তবে সিদ্ধান্তের ব্যাপারটা প্রধানমন্ত্রী হাতে।
বিএনপি নির্বাচনে যদি না আসে তাহলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে। আর বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করবে। তবে সবক্ষেত্রে আসন বণ্টন নিয়ে আলোচনা হবে।
সেতুমন্ত্রী বলেন, বিতর্কিতরা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না। কাকে এখনো মনোনয়ন দেওয়া হবে-এমন সিদ্ধান্ত কোনো প্রার্থীকে জানানো হয়নি।
ট্রেনে করে উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে কয়েক লাখ লোকের দুর্ভোগ হয়েছে সেটা মিডিয়া প্রচার না করে ট্রেনের যাত্রী ছিল ৬৫০ জন। সেটা খুব করে প্রচার করেছে মিডিয়া।
এসএমএন