প্রেসক্লাবে বিএনপির মানববন্ধনে নেতাকর্মীদের ঢল

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করছে দলটি। বিএনপির এই মানববন্ধন কর্মসূচিতে নেতা কর্মীদের ঢল নেমেছে ।
সোমবার (১০ সেপ্টেম্বর ) সকালে থেকে বিএনপির নেতা কর্মীরা ছোট ছোট আকারে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জড়ো হতে থাকেন।
এছাড়া, বিএনপির এই মানব্বন্ধন কর্মসূচি ঘিরে পুরো পল্টন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। এবং মোড়ে মোড়ে মানুষকে তল্লাশি করা হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আরআইএস