ইভিএম নিয়ে বললেন কাদের

ওবায়দুল কাদের বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচনে হেরে গেলে অজুহাত দেয়ার সুযোগ থাকবে না, সেকারণে বিএনপির বিরোধিতা করছে। তাদের এ অভিযোগ ভিত্তিহীন।
শুক্রবার (৩১ আগস্ট) সকালে সিলেটে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইভিএম সিস্টেম নিয়ে ৫ কমিশনারের মধ্যে একজন ভিন্ন মত দিয়েই থাকেন। গণতন্ত্রের বৈশিষ্ট এটি।
এ সময় কাদের আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার নয়, সৎ নির্বাচন কমিশনের প্রয়োজন। বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নিয়ে অনেক সংশয় থাকে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠুর দিকেই ধাবিত হয়।
৫ জানুয়ারির নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেছে। বললেন ওবায়দুল কাদের।
তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে মন্ত্রী বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশে আসার সুযোগ নাই। নির্দিষ্ট একটা দলের জন্য নির্বাচন থাকার কথা নয়। বাংলাদেশে নির্বাচনে পার্টিশিপেট বিএনপির অধিকার, সুযোগ নয়। কোনো গণতান্ত্রিক দেশে সরকার কোনও দলকে সুযোগ দেয় না।