রবিবার সন্ধ্যায় ২০দলীয় জোটের বৈঠক

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে।
রবিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলের চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান নতুন সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন ।
একটি সুত্র থেকে জানা যায়, বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং দলের কর্মসূচির বিষয় আলোচনা হবে।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসহ সমসাময়িক বিষয়ে আলাচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইএমটি