ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন যারা


১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৬

প্রতীকি  ছবি

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ সোমবার। এদিন বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

শেষ দিনে এখন পর্যন্ত জাতীয় পার্টির চারজনসহ আরও দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ওয়ার্কার্স পার্টির নুৎফুল নেছা খান এবং স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তারা তাদের মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীতরা হচ্ছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, চেয়ারম্যান এর উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্না, ডা. রুস্তম আলী ফরাজী, যুগ্ম মহাসচিব লিয়াক হোসেন খোকা।

জানা গেছে, বিকেল ৫টার পূর্বেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ওবায়দুল কাদেরের নেতৃত্বে মনোনয়নপত্র জাম দিতে নির্বাচন কমিশনে (ইসি) আসবেন।

আগামীকাল (মঙ্গলবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি।