বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা রূপগঞ্জ ছাত্রলীগের

ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি যাত্রা শুরু করেছে।
শুক্রবার বিকেলে ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি ফয়সাল আলম শিকদার এবং সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাসুমের নেতৃত্বে ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্ধ। এর আগে দুপুরে থানা ছাত্রলীগের সাভেক সভাপতি মরহুম হাছিবুর রহমান হাছিবের কবর জিয়ারত করেন তারা ।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফয়সাল আলম শিকদার সভাপতি ও শেখ ফরিদ ভূইয়া মাসুমকে সাধারণ সম্পাদক করে একবছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সহ সভাপতি হয়েছেন তানজির আহমেদ খান, নাজমুল হাসান সবুজ, মোহাম্মদ ইমন, যুগ্ন সাধারন সম্পাদক আশিকুল ইসলাম খোকন ও সাদ্দাম হোসেন তপু এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ মামুনুর রশীদ, মিরাজ মোল্লা, রুবায়েত হাসান রাকিবকে। দপ্তর বিষয়ক সম্পাদক করা হয়েছে সেলিম মাহমুদকে।