নির্বাচনের ট্রেন চলমান থাকবে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ নির্বাচনে না আসলে নির্বাচনের ট্রেন থেমে থাকবে না। বিএনপি যদি একাদশ নির্বাচনে অংশগ্রহণ না করে, আমাদের তাতে কিছু করার নেই।
শুক্রবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে সেতু মন্ত্রী এ কথা বলেন।
এদিকে, নির্বাচন কমিশনের (ইসি) ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী বলেছেন, এটি ব্যবহার দেশের নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণার তৈরি করবে।