ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


এ সিদ্ধান্ত প্রত্যহারের দাবি জানাচ্ছি


৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা অন্য মামলার শুনানির জন্য কারাগারের ভেতরেই আদালত বসানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছে এটা সংবিধানবিরোধী, এটাকে ক্যামেরা ট্রায়াল মনে করছি। এ সিদ্ধান্ত প্রত্যহারের দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।

বিএনপি সংবাদ সম্মেলন অন্যান্য নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খোন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

এএইচ/এমএ