তারেকের ফাঁসির দাবিতে মানববন্ধন

২১ আগস্ট আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা মামলায় অভিযোগে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ফাঁসির দাবি করা হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) সকালে রংপুর প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধনে এ দাবি জানায় বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-রংপুর জেলার সদস্যরা।
বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা তারেক জিয়ার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদন্ড। এটা জাতির অপ্রত্যাশিত রায়। হাওয়া ভবনের অদৃশ্য সরকারের প্রধান ছিলেন খালেদাপুত্র তারেক রহমান। তার নির্দেশে দেশে সিরিজ বোমা হামলাসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনাকে হত্যা করার মাধ্যমে তারেক জিয়া স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি জঙ্গি, সন্ত্রাসী ও অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছিল। তারেক জিয়া একটি রাজনৈতিক সন্ত্রাস যার শাস্তি একমাত্র ফাঁসি।
এই ধরনের সন্ত্রাসী তারেক রহমানের একমাত্র শাস্তি ফাঁসি জাতির প্রত্যাশা পুরণে আপীলে যথাযথ উদ্যোগ গ্রহণ করারও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
বোয়াফ রংপুর জেলার সাধারণ সম্পাদক এসএম সাব্বির আহমেদেও পরিচালনায় সংগঠনের সভাপতি জিন্নাত হোসেন লাভলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্ত মন্ডল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক উৎপল সরকার, নগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ফয়জুল হাসান রুবেল, নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মুরাদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে সিরিজ গ্রেনেড হামলা চালানো হয়। এতে ভাগ্যক্রমে দলের সভাপতি শেখ হাসিনা বেঁচে গেলেও মৃত্যুবরণ করেন অনেক নেতাকর্মী। দীর্ঘ সময় পর সেই গ্রেনেড হামলা মামলার রায় হয়েছে চলতি মাসে। এতে ১৯ জনকে ফাঁসি ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফজ্জামান বাবরকে ফাঁসির আদেশ দেয়া হয়।
এসএ