ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


বিএনপির নাম শুনলেই সরকার ভয়ে আঁতকে উঠে: সেলিমা রহমান


১৮ নভেম্বর ২০২০ ২৩:৪০

বিএনপির নাম শুনলেই সরকার ভয়ে আঁতকে উঠছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। গত ১২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রসঙ্গ টেনে আজ বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, ‘সারা দেশে এখন সরকারের স্টিম রোলার চলছে। সেইদিন নয়াপল্টনে বিএনপির কোনো কর্মসূচি ছিল না। তারপরেও সেখানে জলকামানের গাড়ি থেকে শুরু করে পুরো বিএনপি অফিস পুলিশ দিয়ে ঘেরাও করে বিনা উস্কানিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের ৪/৫’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, মামলা দিয়ে আজকে হয়রানি করছে।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সরকার বিএনপির নাম শুনলেই ভয়ে আঁতকে উঠছে। কারণ তারা জানে, এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নেই। যেকোনো মুহূর্তে গণজাগরণের মধ্য দিয়ে, জাতীয়তাবাদী শক্তির জাগরণের মধ্য দিয়ে এ সরকারকে তার ক্ষমতাচ্যুত করতে পারবে।’

গত ১২ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার নিন্দা জানিয়ে সেলিমা রহমান বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেদিন শুধুমাত্র আমাদের যুবদলের একটা মিছিল ছিল, সেজন্য তারা হয়তো বা অফিসের নিচে অবস্থান করছিল, উপরে একটা প্রেস ব্রিফিং চলছিল। আমাদের কোনো রকমের কর্মসূচি ছিল না।’

বিএনপি এই নেত্রী আরও বলেন, ‘ওইদিন বরিশাল বা অন্য কোথাও অবস্থান করা এবং করোনা রোগীকেও আসামি করা হয়েছে। আজকে ইশরাক হোসেন বলেছেন, আইসোলেশনে আছেন কতদিন যাবত, তিনি অসুস্থ। তাকে পর্যন্ত দুটি মামলায় আসামি করা হয়েছে। এই হলো বর্তমান সরকারের অবস্থা।’ সরকারের ‘দুঃশাসন’ থেকে মুক্ত হতে সকলকে ভেদাভেদ ভুল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়া, মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহিলা দলের সহসভাপতি নুরজাহান মাহবুবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলি, নিলোফার চৌধুরী মনি প্রমুখ।