রায় নিয়ে বিএনপির সতর্কতা

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে সতর্কতা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেছেন, ষড়যন্ত্রমূলক কোনো রায় জনগণ মেনে নেবে না।
শনিবার (১ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠার্ষিকীতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ষড়যন্ত্রের কোনো রায় মেনে নেবে না জনগণ। জনগণ এমন রায় হলে তা প্রতিহত করবে।
প্রসঙ্গত, ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারে ক্ষমতায় থাকাকালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় চালানো হয় গ্রেনেড হামলা। এই মামলায় আসামি তারেক রহমানও। এরই মধ্যে মামলায় সব আসামির যুক্তি উপস্থাপন হয়েছে। আগামী সপ্তাহে দুই দিন আইনি যুক্তি উপস্থাপন শেষে আসতে রায়ের তারিখ।
জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের চিন্তা এই ধরনের একটি কারসাজি দাবি করে ফখরুল বলেন, ‘এখন নিয়ে এসেছে কি? ইভিএম। যদি ইভিএম তাদেরকে উদ্ধার করতে পারে। কারণ, তারা জানে মানুষ তাদেরকে পাত্তা দেবে না।’
এসএ