ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


মোল্লা কাওসারকে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতি


২৪ অক্টোবর ২০১৯ ০০:০১

ফাইল ফটো

মোল্লা আবু কাওসারকে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় এমন তথ্য জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘আমি অলরেডি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে কথা বলেছি। নেত্রীর নির্দেশনা তাকে জানিয়েছি। স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে নেত্রী তাকে অব্যাহতি দিয়েছেন।’

গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘রাশেদ খান মেনন সাহেব এখন তার বক্তব্য প্রত্যাহারের সুরে কথা বলছেন। তিনি ইউটার্ণ নিয়ে ফেলেছেন অলরেডি। তিনি বলেছেন, যে তিনি এভাবে বলেন নি। তার বক্তব্যটা খন্ডিতভাবে প্রকাশ করা হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তবে আমি এ টুকু বলতে পারি, একজন শরিক দলের নেতার জন্য ১৪ দল ভাঙ্গতে পারে না। ১৪ দল অটুট থাকবে। ১৪ দলের ঐক্যে কোন ভাঙ্গন আসবে না। একজন ব্যাক্তি যদি ভিন্নমত পোষণ করেন একজন ব্যক্তির জন্য একটা এ্যালান্সের (জোট) অপমৃত্যু হতে পারে না।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আপনার প্রস্তুতি নিতে থাকেন। তারিখ আমি পরে নেত্রীর সঙ্গে আলাপ করে আপনাদেরকে জানিয়ে দেব। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে, নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা করছে। কাজেই সেটা বিচার করলেও সিটি কর্পোরেশন নির্বাচন আর বেশি দিন বাকি নেই। সিটি কর্পোরেশন নির্বাচনেরও প্রস্তুতি নিতে হবে।’