ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আজ খালেদার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড। গতকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে যায় তার চিকিৎসায় গঠিত তার স্বাস্থ্য পরীক্ষা করলেও তাকে চিকিৎসা দেয়নি। চিকিৎসার ব্যাপারে (১৬ সেপ্টেম্বর) রবিবার সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।

মেডিক্যাল বোর্ড সদস্য অধ্যাপক ডা. মো. আবদুল জলিল বলেছেন, কারাগারে খালেদা জিয়ার সাখে আমাদের কথা হয়েছে। তিনি অসুস্থতা সম্পর্কে জানিয়েছেন। বিশেষ করে তার কোমর ব্যথা, হাঁটু ব্যথাসহ নানা শারীরিক সমস্যার কথা বলেছেন। আমরা তার শারীরিক সমস্যা সম্পর্কে অবগত হয়েছি।

খালেদা জিয়ার রোগ শনাক্তে কী কী পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং কী ধরনের চিকিৎসা দেওয়া হবে, সে বিষয়ে মেডিক্যাল বোর্ড বসবে। মেডিক্যাল বোর্ডের সদস্যরা আলোচনার ভিত্তিতে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে অসুস্থ থাকায় চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠনের জন্য কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউ ৫ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে।

বোর্ডের সদস্যরা হলেন-বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল জলিল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী, চক্ষুবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে গতকাল বিকাল সোয়া ৪টায় মেডিক্যাল বোর্ডের পাঁচ চিকিৎসক কারাগারে প্রবেশ করে বিকাল সোয়া ৫টায় কারাগার থেকে বের হন।

এসএমএন