ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


২০ দল নয়, ঐক্য হবে বিএনপির সাথে


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৬

গণফোরাম ও যুক্তফ্রন্ট নেতারা জামায়াতকে নিয়ে ঐক্য নয় ঘোষণার পরও এ বিষয়ে বিএনপি নেতারা চুপ রয়েছেন। গণফোরাম নেতা, ড. কামাল হোসেন জামায়াতে ইসলামীকে নিয়ে ঐক্য করতে চান না বলে জানান। তবে তিনি একথাও বলেছেন জামায়াতে ইসলামী কোনো নিবন্ধিত দল নয়।
সে কারণে কৌশলে এগিয়ে যেতে চান রাজনৈতিক বড় দল বিএনপি। এর আগে বহুবার বিভিন্ন মহল থেকে জামায়াত জোট ছাড়ার জন্য বলা হলেও কর্ণপাত করেনি দলটি।

খোঁজ নিয়ে জানা গেছে, সবোর্চ্চ ছাড় দিয়ে হলেও বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে সরকারকে হটাতে চায় তারা।
বিএনপি জামায়াতকে রেখে কৌশলে ঐক্য গড়তে তোলর চেষ্টা করে যাচ্ছে । এমন অবস্থায় জামায়াতের কোনো দৃশ্যমান তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না৷

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন বা সরকার পতন ঘটাতে সহয়তায় জামায়াত তার কৌশল পাল্টাবে বলে মনে করেন দলটির নীতিনির্ধারকরা। বিএনপির মতো তারাও ছাড় দিতে প্রস্তুত রয়েছে।

প্রয়োজনে অন্য কোন নামে বৃহত্তর জোটর সাথে থাকতে চান বলে জানিয়েছেন দলটির এক প্রভাবশালী নেতা। সেক্ষেত্রে, শেষ পর্যন্ত নাম পরিবর্তন করে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নেবে, ত্যাগ করবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জীমাতের শীর্ষ নেতাদের৷

এ পরিস্থিতি ব্যখ্যা করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, নির্বাচন কমিশনে দল হিসেবে এখন আর জামায়াতের নিবন্ধন নেই৷ তবে দলের অনুসারীরা রয়েছে এবং তারা নতুন নামে দল গঠন করে রাজনীতিতে সক্রিয় হতে পারে।

যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বিএনপির সঙ্গে ঐক্য করতে চায় কিন্তু ২০-দলীয় শরিকদের সঙ্গে নয়। সবোর্চ্চ ছাড় দেওয়ার পরও ঐক্য গড়ে না ওঠে তাহলে একলাচল নীতিতে যাবে বিএনপি।

এসএমএন