ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


১৫টি ইসলামী দলের সমন্বয়ে নতুন জোট


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩২

১৫টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে 'ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স' নামে নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ইসলামি জোটের আত্মপ্রকাশ ঘটল। সংবাদ সম্মেলনে নেতারা জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটকে শক্তিশালী করতে এই জোট কাজ করবে।

তরীকত ফেডারেশনের নেতা ও সংসদ সদস্য এম এ আউয়াল নেতৃত্বে এ জোট গঠন করা হয়েছে। জোটের সভাপতি ও চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বিদ্যমান রাজনৈতিক সমস্যা, সন্ত্রাস দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে এদেশের দেশ প্রেমিক ইসলামী ও সমমনা দলসমূহ যদি রাজনৈতিক কর্মসূচী নিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণকে সংগঠিত করার চেষ্টা করে তাহলে আমাদের বিশ্বাস এদেশের ধর্মপ্রাণ জনগণ অবশ্যই এটাকে সমর্থন করবে।

ইসলামী ও সমমনা দলগুলি ঐক্যবদ্ধ হোক এটা আজ ধর্মপ্রাণ জনগণের প্রত্যাশা। দেশবাসীর এই প্রত্যাশার প্রতি সম্মান জানিয়েই দেশ প্রেমিক ১৫টি ইসলামী ও সমমনা রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে আমরা 'ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স করেছি।

তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। নির্বাচন সামনে রেখে বসন্তের কোকিলদের হাকডাক দেশবাসী ভাল চোখে দেখছে না। ১/১১ এর কুশীলবরা আবার তোড়জোর শুরু করেছে। প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন।

জোট ইসলামি উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ধর্মীয় নেতাদের নানাভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভুমিকা রাখতে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন। দেশের ৮০ হাজার মসজিদে মসজিদ ভিত্তিক গণ শিক্ষা ও কোরআন শিক্ষা, ২০১০টি দারুল আরকাম মাদ্রাসা, ইমাম প্রশিক্ষণ ইত্যাদি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়ন করেছে।

"ইতিমধ্যে কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি দানের মাধ্যমে ধর্মীয় অঙ্গনে আরেকটি মাইলফলক প্রতিষ্ঠা করা হয়েছে। এর পূর্বে এফিলিয়েটিং ক্ষমতা সম্পন্ন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।"

জোটের শরীক দলগুলো হচ্ছে, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী গ্রুপ), বাংলাদেশ ডেমোক্রেটিক ফ্রন্ট, বাংলাদেশ জমিয়তে দারুস সুন্নাহ, বাংলাদেশ ইসলামী ডেমোক্রেটিক ফোরাম, বাংলাদেশ গণ কাফেলা, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ইসলামী পেশাজীবী আন্দোলন, ইসলামী ইউনিয়ন বাংলাদেশ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, ন্যাশনাল লেবার পার্টি।


এসএমএন